Breaking

Sunday, December 16

আবেগি ভালোবাসা

আবেগি ভালোবাসা 


এ ছিল একটা জুবক সে তেমন কোন ধনী  পরিবারে জন্ম  গ্রহণ নি তি তার জন্ম  সামান গরিব  ঘরে। সে সাভাবিক  বাবে জীবন কাটাছিল। হঠাৎ তার বন্ধু দের সথে ঘুরতে যাই  তার বাড়ি থেকে  আল্প কিছু দুরে। সে জানেনা যে তার জীবনে  বয়ে আনবে এক কাল বৈশাখী  ঝড়। তার পরে মাজ রাস্তা  তারসাথে এক টি পরির সাথে  দেখা হয়। পরিটা কেওনা সে এক ড়ানা কাটা পরি। পরিটিকে দেখে তার জীবনের ফেলে আসা দিন গিলোর কথা।তাকে দেখে মনে হলো  সেজেন সরগে চলে গেছে। যাই  হক তার পরে তার বন্ধু দের সাথে কথা বলা পরে সেই  মেয়ের সাথে বন্ধুরা  পরিচয় করিয়ে দেয় এভাবেই শুরু হয় তাদের গভীর বালোভাসা।

যাই দিন যাই মাস তাদের ভালোবাসা আর গভীরে  চলতে থাকে। এক দিন তাদের মধ্যে  কথা বাতা হচ্ছিল এমন সময় ছেলেটি হটাত বলে ওঠল
তোমাকে সেই ঘরটা দিয়েছিলাম যেখানে অন্য কেউ যেন ঢুকতে পারবে না। এই কথাবলার সাথে সাথে মেয়ে টি বুলবুঝে ছেলে টাকে।
তার মনের সেই ঘরটা আজ তুমি ভেঙে দিয়েছ অন্য কারোও ঘরে বসবাস করবে বলে।
তখন ছেলে টি বলে উঠে তুমি কালো, কুৎসিত,বিস্রি... এতটা জঘন্য কেউ হতে পারে তা আমার ভাবনার বাইরে ছিল। তুমি এতটা নিচু মনের মানুষ সেটা আগে জানলে কখনই সম্পর্ক গড়তাম না তোমার সাথে।মেয়ে টি বলে মানে কি?  আসলে সত্যি করে বলতে গেলে মেয়েটা এতটা জঘন্য,বিস্রি,কালো বা কুৎসিত নয়। কথা গুলো খুবই হৃদয় বিদারক। তার পরে এক কথাই দুই  কথাই  তাদের সম্পক ভেঙ্গে যাই।এই গল্প  থাকে আমরা  বুঝলাম পতিটি কথা শিনে বুঝে উওর দিলে তাদের এই ভালো সম্পর্ক কখনই নষ্ট  হতো না।

2 comments: