Breaking

Thursday, June 6

সাথ ছাড়া মা-বাবার গল্প

সাথ ছাড়া মা-বাবার গল্প 

আজকে ঈদের দিন এই দিন আমার এই গল্প টা লিখা। তাই সবাই কে "ঈদ মোবারক"।  প্রতিটি মানুষের জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হলোও।একটি পরিবারের সদস্য দু জন্য দিয়ে শুরু করা হয়।  তারপরে দাপে দাপে সামনের দিকে এগিয়ে যেতে থাকে।
এবাবেই গড়ে উঠে  একটা  ছোট পরিবার। তার কিছু দিন পরে তাদের ঘরে জন্ম নেয় একটা ফুরফুরে চেহারার এক ছোট শিশু। এতো সুন্দর  শিশুর কে পেয়ে মা বাবার মুখ মলিন হাসি 😀😀মা বাবা  ছোট শিশুর মায়াবী  মুখের দিকে তাকিয়ে থাকে এবং মনে মনে ভাবে এই শিশু কে মানুষের মতমতো মানুষ হিসেবে গড়ে তুলব সেই আমাদের মুখে হাসি ফুটাবে। এই আশায় বাবা-মা ছেলে কে বড় করতে থাকে শুধু একটুক সুখের আসায়।বাবা-মা ছেলে কে মানুষের মতো মানুষ হিসেবে গড়ে তুলার জন্য  পায়ে গাম মাটিতে ফেলে ছেলে কে বড় ও শিখিত করে তুলে।  তার পারে তাকে কর্ম দরিয়ে দেওয়ার দায়িত্ব থাকে বাবা -মায়ের। কিন্তু সব দায়িত্ব শুধু বাবা মায়ের থাকে ছেলে -মেয়ের কোন দায়িত্ব থাকে না। বাবা মায়ের দায়িত্ব আনেক কিন্তু ছেলে মেয়ের দায়িত্ব শুধু তাদের সেবাকে গ্রহণ করা এবং তারা বৃদ্ধ হলে তাদের সেবাত দুরের কথা তাদের মা-বাবার পরিচয় পযন্ত না দেওয়া। তার কি খেল বা না খেন তার  প্রতি কোন খেল না রাখা। তাদের শরীল কেমন আছে তা না জানা। বাকি আংশ আরেক দিন বলব
(আমাদের গল্প টি সম্পুর্ন বাস্তব জীবনী গঠে যাওয়া কাহিনী)

No comments:

Post a Comment